মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল পথে যমুনা নদীতে ফেরি সার্ভিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১২ আগষ্ট) দুপুরে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জামথল ফেরিঘাটে ফেরী সার্ভিসের শুভ উদ্বোধন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
মত বিনিময় সভায় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
আরও উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন,জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি,জিএস মিজানুর রহমান,জেলা লীগের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমূখ।
সারিয়াকান্দি-মাদারগঞ্জ পথে ফেরি চালু হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ এখন থেকে বৃহত্তর ময়মনসিংহ ছাড়া রাজধানী ঢাকায় বাসে কম সময়ে যাতায়াত করতে পারবে। পাশাপাশি যমুনা সেতুর ওপর চাপ কমবে। ফেরি চালু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে। যমুনায় ফেরি সার্ভিস এর শুভ উদ্বোধনে মুনার দুই পারের মানুষের মধ্যে খুশির বন্যা বইছে।
এস আর /জামালপুর লাইভ