মোহাম্মদ আলী জিন্নাহ, নিজস্ব প্রতিবেদক মাদারগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কৃষিবিদ আব্দুল মান্নান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির দীর্ঘদিনের স্বপ্ন। মাদারগঞ্জ টু সারিয়াকান্দি নৌ পথে ফেরি চলাচল খুব শিঘ্রীই বাস্তবায়ন হতে চলেছে।
আগামী ১২ আগষ্ঠ মাদারগঞ্জ জামথল- সারিয়াকান্দি ঘাটে ফেরি চালু উদ্বোধন করা হবে এ উপলক্ষে শনিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে মাদারগঞ্জ জামথল ঘাট এলাকায় প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সারিয়াকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,
কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা ও সাধারণ সম্পাদক শাজাহান মোল্লাসহ আরও অনেকেই বক্তব্য রাখেন । সারিয়াকান্দি ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস আর /জামালপুর লাইভ