নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে মিললো ১০ হাত লম্বা একটি অজগর সাপ। মঙ্গলবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুর এর সুপারি বাগানে ঘের দেওয়া জালে ধরা পড়ে সাপটি।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে তারতাপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন বাড়ির পাশে বাগানের একটি সুপারি বাগানে ঘের দেওয়া জালে আটকে থাকতে দেখতে পান স্থানীয়রা। প্রায় ১০ হাত লম্বা হবে এ অজগর সাপটি।
বিশাল আকৃতির অজগর সাপটিকে এক নজর দেখতে ভীড় করছেন উচ্ছুক জনতা।
এস আর /জামালপুর লাইভ