মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধে : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) সকালে উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৫), চরলোটাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (২৫), মাহমুদপুর গ্রামের মৃত অাজিমউদ্দিনের ছেলে ইলিম মিয়া(৬৫)। সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল হুদা খান সাংবাদিকদের বলেন, কালীবাড়ি বাজারের মীম বেকারির মালিক মিন্টু তার দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তন করছিলেন। সাড়ে ১১ টার দিকে মাথায় করে টিন নিয়ে যাওয়ার সময় অসাবধাণতাবশত রাস্তায় থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে।
এস আর /জামালপুর লাইভ