মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে শিপু ঘোষ ( ২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২৩ আগষ্ট ) সকালে পৌরসভার ঘোষপাড়ার নিজ দোকান থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শিপু ঘোষ ওই এলাকার শঙ্কর ঘোষ এর ছেলে। সে পেশায় দই বিক্রেতা ছিল।
পরিবার সুত্রে জানা গেছে,শিপু ঘোষ প্রতিদিনের মত রোববার রাতে খাবার খেয়ে তাদের দোকানে ঘুমাতে যায়। সোমবার সকালে ঘুম থেকে থেকে উঠতে দেরি হলে তার মা অর্চনা রানী ঘোষ তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় তিনি চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়রা দোকানের দরজা ভেংগে শিপুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জামালপুর মর্গে নিয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুলক হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
এস আর /জামালপুর লাইভ