নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলায় করোনা সংক্রমণের সংখ্যা গত পাঁচ দিন থেকে টানা নিম্নমুখী হলেও আজ আবারো শনাক্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২৭.৭৭শতাংশ থেকে কমে ১৮.২২ শতাংশ হয়েছে । যা গতকালের তুলনায় আজ ৯.৫৫ শতাংশ কমেছে । নতুন করে একদিনে ৪৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।
রোববার ( ২৫জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিরা সকলেই করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এছাড়াও করোনা শনাক্ত হয়ে সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের বনগ্রামে সোহরাব আলী শেখ (৭০) বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে।
জেলায় করোনা শনাক্ত হয়েছে সদরে ২৫ সরিষাবাড়ি ৫, মেলান্দহ ২দেওয়ানগঞ্জে ৩, বকশিগঞ্জে ৮জনের । জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০৪৩জন, মোট সুস্থ ৩৪৫৬জন, মোট মৃত্যু ৭৮জন। রেফার্ড ৪১জন। জামালপুরে মৃত্যুর শতকরা হার ১.৯২%
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ১১জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮জন ও ঢাকায় ৫জন রয়েছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৭৪জন রোগী।
এস আর /জামালপুর লাইভ