নিজেদের শাড়ি,কাপড়সহ প্রয়োজনীয় বস্ত্রাদি সহজেই পরিস্কার পরিছন্ন করার লক্ষে জামালপুরে কল লন্ডির শুভ উদ্ভোধন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধায় শহরে দয়াময়ী মোড়ে কল লন্ডির শুভ উদ্ভোধন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেম্বার এর পরিচালক এনামুল হক থান মিলন, অ্যাডভেঅকেট আনিসুর রহমান, কল লন্ডির প্লান্ট ম্যানেজার এটিএম হুমায়ুন কবীর, পরিচালক মো নাজমুল এহসান পিয়াস,মোঃ পলাশ সহ আরো অনেকে।
শহরের কল লন্ডির শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে খুব সহজেই ও সুলভ মূল্যে গ্রাহক তাদের কাঙ্খিত সেবা পেতে পারবে বলে আশা করা হয়েছে। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।