নিজস্ব প্রতিবেদক : জামালপুরে প্রতিদিন মৃত্যুর তালিকার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২নারীর মৃত্যু ও ৫০জনের শরীরে করোনা ভাইরাসের আক্রান্তের ঘটনা ঘটেছে।
বোরবার (০৪জুলাই) দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার বকশীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হাবিবা (৬৫) নামে এক নারী নিজ বাসায় মারা গেছে। এছাড়াও মেলান্দহ উপজেলার মমেনা (৬২) নামে এক নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।
অপরদিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ১৯জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দার ২৪টি নমুনা পরীক্ষা করে ১জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
এছাড়াও জেলা/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেনে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ৩০জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। সারা জেলায় ২৫৪টি নমুনা পরীক্ষা ৫০জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২০জন। আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার উপস্বর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ২০জন, সরিষাবাড়ি উপজেলায় ৮জন, বকশিগঞ্জ উপজেলায় ২১জন, মাদারগঞ্জ উপজেলায় ১জন ও ইসলামপুর উপজেলায় ১জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০২০জন। আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ২৪৬৬জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন।
হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৭৪জন। জেলায় জ্বর, সর্দি, কাশি করোনার মত উপস্বর্গের রোগীর সংখ্যা বেড়ে গেছে।
এস আর /জামালপুর লাইভ