মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধি : “ভিক্ষা যদি করতেই হয়, ঘোড়ায় চড়েই করব” এমন একটি প্রবাদ সত্য প্রমাণ করেছেন জামালপুর শহরের ফরিদ। ফরিদ শারীরিক প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করেন ঘোড়ায় চড়ে। ঘুরে বেড়ান শহর থেকে গ্রাম, রোজগারও ভালো হয়।
আরও পড়ুন : দেওয়ানগঞ্জে ৭ হাজার ৪শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জামালপুর পৌর এলাকার বাসিন্দা প্রতিবন্ধী ফরিদ। হঠাং আজ সোমবার সকালে শহরের দয়াময়ী এলাকার ঘোড়ায় চড়ে ভিক্ষাবৃত্তি করতে দেখা গেল তাকে। তিনি জানালেন বিয়ে করেছি ১০ বছর হলো সেই সময় থেকে তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। স্ত্রীকে নিয়ে ভালোই চলে তার সংসার।
ফরিদ জানান, গত একমাস আগে ঘোড়া ছাড়া ভিক্ষা করে আমার সারাদিন আয় হতো ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। আর এখন ঘোড়ায় চড়ে সারাদিন ঘুরে এখন ৬০০ থেকে ৬৫০ টাকা আয় হয়।
এস আর/জামালপুর লাইভ